লেবাননে কামাল হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা ৫ ফেব্রুয়ারি স্ট্রোক করে মারা গেছেন। কামাল হোসেন কুমিল্লা জেলার দেবীদ্বার থানার মোগসাইর গ্রামের আবদুল খালেকের ছেলে।
কামাল হোসেন প্রতিদিনের ন্যায় সকালে কাজে যাওয়ার জন্য প্রস্তুতিকালে তার বুকে ব্যাথা অনুভব হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কামাল হোসেন দীর্ঘ আট বছর আগে জীবন জীবিকার তাগিদে লেবানন আসেন। এখানে আসার পর কিছুদিন বৈধ থাকলেও পরবর্তীতে মালিকের অত্যাচারে কাজ ছেড়ে অন্যত্র অবৈধ হয়ে কাজ করতেন। বর্তমানে তার মরদেহ আল বুরুজ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে।
তার মরদেহ অল্প সময়ের মধ্যে দেশে প্রেরণের জন্য বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ জানিয়েছে তার পরিবার।
বার্তা কক্ষ,৬ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur