চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হযরত সোলেমান শাহ ওরফে লেংটার মাজার এলাকা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার সন্ধায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লেংটার মেলায় অভিযান চালানো হয়।
জানা যায়, লেংটার মেলা উপলক্ষে মাদক ব্যবসায়ীদের উপদ্রব বেড়েছে। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫০ পিছ ইয়াবাসহ কুমিল্লার চান্দিনা উপজেলার পশ্চিম বার্নেরচর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আঃ খালেক (৫৮) ও একই জেলার কোতয়ালী থানার বদরপুর গ্রামের কেশাই মিয়ার ছেলে শাহজাহান ফারুক (৫৫) এবং আলী একাব্বর আলীর ছেলে সিরাজ মিয়া (৫০)কে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন এসআই দীপক ও সঙ্গীয় ফোর্স।
আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সোমবার চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
||আপডেট: ০৯:০৮ অপরাহ্ন, ২৮ মার্চ ২০১৬, সোমবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur