Home / বিশেষ সংবাদ / ‘লুঙ্গি’র আকাশছোঁয়া দাম নিয়ে দক্ষিণ এশিয়ায় তোলপাড়!
'লুঙ্গি'র আকাশছোঁয়া দাম নিয়ে দক্ষিণ এশিয়ায় তোলপাড়!

‘লুঙ্গি’র আকাশছোঁয়া দাম নিয়ে দক্ষিণ এশিয়ায় তোলপাড়!

দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পুরুষদের পছন্দের অন্যতম পোশাক লুঙ্গি। এখন এটাকে কিছুটা হেয় চোখে দেখা হলেও গ্রামগঞ্জে এর যথেষ্ট কদর রয়েছে। কিন্তু সেই লুঙ্গিই এবার জায়গা করে নিয়েছে নামী স্প্যানিশ ফ্যাশন ব্রান্ড ‘জারা’র ক্যাটালগে? যদিও তারা এর নাম দিয়েছে স্কার্ট। এ নিয়ে তর্ক-বিতর্ক আর বিদ্রুপের ঝড় বয়ে যাচ্ছে টুইটারে-ফেসবুকে। আর তার কারণ দাম।

জারা একটি লুঙ্গির ৬৯.৯৯ ইউরোতে বিক্রি করছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭ হাজার ২৬৩ টাকা। আর এমন খবরে ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, কম্বোডিয়া, মিয়ানমার ও থাইল্যান্ডে শোরগোল পড়ে গেছে বলে জানিয়েছে কলকাতা টোয়েন্টিফোর।

একটি টুইটে লিখেছে, “জারার এই নতুন স্কার্টের দাম কীভাবে ৭০ ইউরো হতে পারে? যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে একে লুঙ্গি বলা হয়, দাম ১ ইউরোরও কম।”

অন্য একজন ভারতীয় টুইটারে লিখেছে, “ফ্যাশন পাগল হয়ে গেছে। ৬ হাজার রুপিতে লুঙ্গি!” একজন এমনও জানিয়েছে, “আমার বাবার লুঙ্গি ৩ পাউন্ডের থেকেও কম (বাংলাদেশি মুদ্রায় ৩৫০ টাকার চেয়েও কম)।”

জারা’র ক্যাটালগে এই পোশাক দেখে অনেকেই তাদের বিস্ময় চেপে রাখতে পারছেন না। যে পোশাকটি পুরুষদের পোশাক হিসেবে দেখতে অভ্যস্ত সবাই, বাবা-চাচারা যে পোশাক পরেন, সেটি কিভাবে মেয়েদের ফ্যাশন হয়ে উঠলো, সেই প্রশ্ন অনেকের।

আর এই ‘লুঙ্গি’কে ‘স্কার্ট’ নামে চালিয়ে যে দামে বিক্রি করা হচ্ছে, সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে চোখ কপালে তুলছেন অনেকে। আবার পুরুষদের পোশাক লুঙ্গিকে এভাবে ‘স্কার্ট’ নামে চালিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। তাদের প্রশ্ন, কেন ‘জারা’ একটিবারের জন্যও কোথাও উল্লেখ করলো না এই পোশাকের আসল নাম বা কোথা থেকে এই ফ্যাশনের অনুপ্রেরণা তারা পেয়েছে!

অন্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এভাবে ভিন্ন নামে বাজারজাত করে চড়া মূল্যে বিক্রি করে মুনাফা লোটা কতটা নৈতিক, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

(বিডি-প্রতিদিন)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ২০ এ.এম, ০১ ফেব্রুয়ারি২০১৮,বৃহস্পতিবার।
এএস