সবুজ ও সামাজিক বনায়নের লক্ষ্যে লা ভি ফাউন্ডেশনের উদ্যোগে রঘুনাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শনিবার (১ অক্টোবর) গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলিা হচ্ছে রঘুনাথপুর সপ্রাবি, আরাজি বালিয়া সপ্রাবি, ৮৪নং রামদাসদী সপ্রাবি, রঘুনাথপুর কে.জি স্কুল।
লা ভি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মুহাম্মদ কবির হোসাইন খানের ব্যবস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ রুহুল কুদ্দুস খান, সহসভাপতি মোঃ ওমর ফারুক মিয়াজী, সেক্রেটারী আলহাজ্ব মোঃ দুলাল বেপারী, কোষাদক্ষ আকলিমা বেগম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন খান, মোঃ ফয়সাল খান মোঃ আমজাদ হোসেন চৌধুরী, আব্দুর রহমান মিয়াজী, সদস্য আঃ সাত্তার গাজী, নূরজাহান বেগম, আল আমিন খান, সাইদুর রহমান খান, মামুন ঢালী প্রমুখ। উপস্থিত কর্মকর্তারা বলেন, আগামী দিনেও লা ভি ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্রের মাঝে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াবে এবং সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে। কর্মকর্তারা আরো বলেন, পূর্বে বিভিন্ন উৎসব ও সমাজ উন্নয়নের লক্ষ্যে বহু কর্মসূচী পালনের মাধ্যমে লা ভি ফাউন্ডেশন ব্যাপক পরিচিতি অর্জন করেছে।
এসময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শত শত ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
: আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ০২ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ