কুমিল্লার লাকসামের চিলোনিয়ায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৩ শিশুসহ ৫ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াখালীর চাটখিল থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের চিলোনিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে পানিতে ডুবে যায়।
এ সময় ওই গাড়িতে থাকা চাটখিল উপজেলার সোবহানপুর গ্রামের ঢাকায় আল-আরাফাহ ব্যাংকে কর্মরত আনোয়ারুল কবির সোহাগ (৪০), তার ছেলে সাহেদ আল মুন্তাকিম শাহীন (৪), বার্জার পেইন্টস-এ কর্মরত একই এলাকার বাদশা মিয়ার ছেলে শাহাবুদ্দিন রবি (৪৫), তার মেয়ে রাইকা তাবাসুম (৭) ও অপর মেয়ে রাইসা মুনতাসির (১২) পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায়। আহতদের কুমিল্লা ও লাকসামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) আশফাকুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘লাকসাম থানা পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচ থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও নিহত আহত যাত্রীদের উদ্ধার করেছে।’
কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ