ফরিদগঞ্জের কৃতি সন্তান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, ‘বিলেত’ ম্যাগাজিনের বিজনেস এডিটর হাবিবুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য, আবু তাহের ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি —— রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছে ৭৭ বছর, মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবু তাহেরের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, আবু তাহের ২ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে ঢাকা সিএমএইস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । এর আগে গত ১৩ আগস্ট তিনি ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। মরহুমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার, ফরিদগঞ্জ পৌর এলাকার সাফুয়া গ্রামে। ৩ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টায় জানাজা শেষে গ্রামের পারিবারিক গোরস্থানে মরহুমকে সমাহিত করা হবে।
মরহুমের বড় ছেলে হাবিবুর রহমান তাঁর বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur