আন্তর্জাতিক ডেস্ক :
স্বাস্থ্যগত সমস্যার কারণে রোজা রেখে স্কুলে আসতে শিক্ষার্থীদের নিষেধ করেছে লন্ডনের চারটি প্রাইমারী স্কুলের কর্তৃপক্ষ। খবর দ্যা টেলিগ্রাফ। নিষেধাজ্ঞা জারিকৃত চারটি স্কুল হলো লেইটনের বারক্লে প্রাইমারি স্কুল, ওয়ালথাম ফরেস্টের সাইবোর্ন প্রাইমারী স্কুল, ওয়ালথাম স্টোর থামাস গ্যাম্যুল প্রাইমারি স্কুল, , এবং টুটেন হামের ব্রোক হাউজ প্রাইমারী স্কুল।
বিদ্যালয় সুত্রে জানা গেছে, এই সংক্রান্ত একটি চিঠি শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে আগামী সপ্তাহে পাঠানো হবে।
বারক্লে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জানান, ইসলামিক বিধান অনুযায়ী শিশু বা অপ্রাপ্তবয়স্কদের রোজা রাখার কোনো বাধ্যবাধকতা নেই বলে নিশ্চিত হওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, গত বছর কিছু শিশু রোজা রেখে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ে। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই বছর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই বিষয়ে এক প্রতিক্রিয়ায় মুসলিম কাউন্সিল অব ব্রিটেন জানায়, শিশুদের রোজা রাখার ব্যাপারে তাদের বাবা-মা মিলে সিদ্ধান্ত নেওয়াটাই উত্তম।
শনিবার, ১৩ জুন ২০১৫ ০২:৫৩ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।