Home / চাঁদপুর / চাঁদপুর থেকে লঞ্চ ট্রেন বাস চলাচল শুরু
লঞ্চ

চাঁদপুর থেকে লঞ্চ ট্রেন বাস চলাচল শুরু

করোনা মহামারির সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের কারণে ১৫ দিনেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে গণপরিবহন। তবে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করায় আজ বৃহস্পতিবার থেকে আবার চলাচল শুরু করেছে বাস, ট্রেন ও লঞ্চ। ইতিমধ্যে প্রস্তুতি সস্পন্ন করে মালিক ও শ্রমিকপক্ষ কাজ শুরু করে দিয়েছে

সরকারি প্রজ্ঞাপনে প্রতি টিপ শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে বলা হয়েছে। এছাড়া পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার দিকনির্দেশনা আগে থেকেই আরোপ করা রয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেন চলবে অর্ধেক যাত্রী নিয়ে।

চাঁদপুর সদর ট্রাফিক পুলিশের টিআই জহিরুল ইসলাম বলেন, রাতে চাহিদা অনুযায়ী যাত্রী পেলে বাস ছেড়ে যাবে। না হয় ভোর ৬টায় থেকে চাঁদপুর থেকে সকল রুটে বাস ছেড়ে যাবে। লকডাউনকে ঘিরে যে সকল অটোরিকশা-সিএনজি জব্দ করা হয়েছিল, সব ছেড়ে দেওয়া হয়েছে।

লঞ্চ

চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার শোয়াইবুল সিকদার বলেন, বৃহস্পতিবার সকাল ৮ টায় চট্টগ্রাম থেকে চাঁদপুর স্টেশনে আসবে সাগরিকা এক্সপ্রেস এবং দুপুর আড়াইটায় চট্টগ্রামের উদ্দেশ্য চাঁদপুর ত্যাগ করবে। সব শেষ বিকেল সোয়া ৫ টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে মেঘনা এক্সপ্রেস। এরপর থেকে যথারীতি সিডিউল অনুযায়ী ট্রেন চলাচল করবে।

লঞ্চ

চাঁদপুর বিআইডব্লিউটিএ উপপরিচালক কায়সারুল ইসলাম বলেন, মধ্যে রাত থেকে চাঁদপুর থেকে সকল রুটে চলাচল শুরু হয়েছে। এরপর সকাল ৬ টা থেকে চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্য প্রথম লঞ্চ ছেড়ে যাবে। স্বাস্থ্যবিধি মেনে যেনো সকল যাত্রীবাহী লঞ্চ ঘাট ছাড়ে, তার জন্য আমি ঘাটে সর্বদা মনিটরিং করবো।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৫ জুলাই ২০২১