Home / চাঁদপুর / লঞ্চ স্টাফদের নির্ধারিত পোষাক না থাকলে ব্যবস্থা : এডিএম আব্দুল্লাহ আল-মাহমুদ
লঞ্চ স্টাফদের নির্ধারিত পোষাক না থাকলে ব্যবস্থা : এডিএম আব্দুল্লাহ আল-মাহমুদ
প্রতীকী ছবি

লঞ্চ স্টাফদের নির্ধারিত পোষাক না থাকলে ব্যবস্থা : এডিএম আব্দুল্লাহ আল-মাহমুদ

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আব্দুল্লাহ আল-মাহমুদ জামান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্ততিমূলক সভায় বলেন,`চাঁদপুর-ঢাকা নৌ-রূটে আরামদায়ক ভ্রমণ হচ্ছে লঞ্চ যাতায়াত। স্বল্প সময়ে ও তুলনামূলকভাবে কম খরচে লঞ্চ যাতায়াত শতভাগই আরামদায়ক। ফলে চাঁদপুর থেকে প্রতিদিনই শত শত যাত্রী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে যাতায়ত করে।কিন্তু এ রূটের লঞ্চগুলোতে অনেক যাত্রীদের অভিযোগ লঞ্চের কেবিনে দায়িত্বরত কেবিন বয়রা যাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন। এ ক্ষেত্রে কেবিন বয়দের কোনো নির্ধারিত পোষাক না থাকায় বুঝা যায় না সে একজন লঞ্চ স্টাফ। বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্যে কেবিন বয়দেরকে মালিক পক্ষকে নির্ধারিত পোষক দেয়ার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন জেলা প্রশাসন।’

বুধবার (২২ মে) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্ততিমূলক সভায় সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল- মাহমুদ জামান এ বিষয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন,‘আমরা আগামি ৩ থেকে ৪ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে লঞ্চ মালিকদের সময় দেয়া হবে। বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি চিঠি লঞ্চ মালিক পক্ষকে পৌঁছানোর ব্যবস্থা করবেন। নির্দেশনা পাওয়ার পর যদি লঞ্চ মালিক পক্ষ তা বাস্তবায়ন না করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। এ সময় লঞ্চের কেবিন বয়দের নির্ধারিত ড্রেস না থাকলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরো বলেন,‘ লঞ্চগুলোতে নিরাপত্তার জন্যে আনসার নিয়োগ প্রয়োজন। সিসিটিভি ক্যামেরা থাকতে হবে। যে সব লঞ্চে সিসিটিভি ক্যামেরা নেই মালিক পক্ষকে এ ব্যাপরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে লঞ্চগুলোতে অপরাধমূলক কর্মকন্ড কমে আসবে।’

লঞ্চগুলোতে প্রতারণা করা হয় এমন অভিযোগ করে সর্বজন শ্রদ্ধেয় স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী বলেন,‘লঞ্চের মধ্যে কেবিন কিংবা প্রথম শ্রেণিতে এসি আছে বলে ভাড়া নিলেও অনেক লঞ্চের এসিগুলোতে ত্রুটি জনিত কারণে তা সঠিকভাবে চালাচ্ছে না। এটি যাত্রীদের সাথে চরম প্রতারণা। মালিক পক্ষ এসব বিষয়ে অবশ্যই দৃষ্টি দিবেন।’

চাঁদপুর দেশের অন্যতম একটি নৌ-বন্দর।দেশের দক্ষিণাঞ্চলসহ ঢাকার সাথে যাত্রী ও পণ্য পরিবহনে চাঁদপুর নৌ-বন্দরটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। বিশেষ করে চাঁদপুর-বরিশাল-ঢাকা-মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রূটে দিন-রাত প্রায় দ’ুশর মত যাত্রীবাহী লঞ্চ চলাচল করে।

করেসপন্ডেন্ট
২৩ মে ২০১৯