ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চে সন্তান জন্ম দিয়েছেন এক প্রসূতি। ৩ অক্টোবর শনিবার গভীর রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে এ ঘটনা ঘটে। মা ও নবজাতক মেয়ে সুস্থ আছেন।
এদিকে নবজাতকের নাম রেখেছেন লঞ্চ মালিকের স্ত্রী। আর মালিক পরিবারটিকে তার লঞ্চে আজীবন বিনা ভাড়ায় ভ্রমণের সুখবর দিয়েছেন।
লঞ্চটির কর্মচারীরা বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদী অতিক্রমের সময় ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। নবজাতক নিরাপদে পৃথিবীর আলো দেখায় লঞ্চজুড়ে একটা উৎসবের আমেজ দেখা দেয়।
লঞ্চের সুপারভাইজার নুর খান মাসুদ বলেন, খবরটি জানতে পেরে লঞ্চটির মালিকের স্ত্রী নবজাতকের নাম রেখেছেন নুসাইবা। এ ছাড়া লঞ্চ মালিক নিজাম উদ্দিন মৃধা ওই দম্পতি ও নবজাতক আজীবন এই কোম্পানির লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে ঘোষণা দেন।
লঞ্চের কর্মচারীরা বলেন, বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদার ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার সন্তানসম্ভবা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে লঞ্চের কেবিনে করে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর প্রসবব্যথা ওঠে।
ফোরকান তখন লঞ্চের অন্য যাত্রীদের বিষয়টি জানান। লঞ্চের যাত্রী দুই নারীর সহায়তায় ফাহিমা নিরাপদে সন্তান জন্ম দেন। লঞ্চে থাকা একজন চিকিৎসক যাত্রীও এ সময় প্রয়োজনীয় সহায়তায় এগিয়ে আসেন। সকালে ওই দম্পতি বরিশাল নৌবন্দরে নেমে বাড়ি চলে যান।
আরও পড়ুন- মেঘনায় চলমান লঞ্চে কন্যা সন্তানের জন্ম