চাঁদপুর পুরাণবাজার ফাঁড়ি পুলিশের জাটকা ইলিশ (পোনা ইলিশ) রক্ষা অভিযানে অব্যহত রয়েছে। তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৭ মার্চ) রাত ২টায় হানারচর ইউনিয়নের হরিনা বাজার এলাকা থেকে পাচারকালে প্রায় দশ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।
এসময় পাচারকারী মো, কুদ্দুস (৩০) নামে এক মৎস্যজীবীকে আটক করা হয়েছে।
পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহিদুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হরিনা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় হরিনাবাজার পিছন থেকে ৬টি প্লাস্টিকের ড্রামের এর মধ্যে প্যাকিং অবস্থায় এসব জাটকা জব্দ করা হয় এবং কুদ্দুস (৩০) নামে একজনকে আটক করা হয়।
জানা গেছে জব্দকৃত জাটকা ইলিশ গুলো সিএনজি ও পিকাভ ভ্যান যোগে পাচারের প্রস্তুতি চলছিলো। আটক ব্যাক্তির বিরুদ্ধে বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
২৭ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur