লক্ষ্মীপুরে ৮ বছরের শিশুর রহস্যময় ‘আত্মহত্যা’ স্থানীয়দের মাঝে ধুম্রজাল তৈরি হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা’ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শনিবার (১৩ই আগস্ট) সকাল ১১ টায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির নাম এস এম সায়েম, স্থানীয় বাসিন্দা মুহাম্মদ আমিনের ছেলে ও চরমটুয়া আল আরাবিয়া হাফেজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের আবাসিকে থেকে ৪ বছর ধরে পড়ছে।
শনিবার সে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানান নিহতের মা সুলতানা জিয়া শিল্পী।
তিনি জানান, ‘গত এক সপ্তাহ ধরে এস এম সায়েম জ্বরে আক্রান্ত ছিলো। কিন্তু সকালে তাকে মাদ্রাসা যাওয়ার কথা বললে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
এদিকে নিহতের পিতা মুহাম্মদ আমিন শারীরিক ভাবে নির্যাতন করার কারণে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় একাধিখ সূত্র।
এ বিষয়ে মুহাম্মদ আমিন কে একাদিকবার চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি?
এ বিষয়ে সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন চাঁদপুর টাইমসকে জানান, ‘লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে । ময়না তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/07/yasin-arafat.jpg” ] প্রতিবেদক- ইয়াছিন আরাফাত, লক্ষ্মীপুর করেসপন্ডেন্ট [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur