Home / শিক্ষাঙ্গন / `অস্থায়ী শিক্ষক দিয়ে প্রতিষ্ঠান চালালে ব্যবস্থা’
File photo
ফাইল ছবি

`অস্থায়ী শিক্ষক দিয়ে প্রতিষ্ঠান চালালে ব্যবস্থা’

শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকের চাহিদা না দিয়ে অস্থায়ী শিক্ষক দিয়ে যারা শ্রেণিকার্যক্রম চালাবে সে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন ।

শনিবার (১৩ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেশের আটটি বিভাগীয় শহরে ৯৯টি স্থানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য, দক্ষ ও মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে বদ্ধপরিকর। চূড়ান্ত ভাবে উত্তীর্ণদের মধ্য থেকে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেয়া ।

সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও সমপর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্যপদে ১৫ হাজার শিক্ষকের চাহিদা পাওয়া গেছে।

নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ৮:০৬ পিএম,১২ আগস্ট ২০১৬,শনিবার
এইউ/

Leave a Reply