করোনার (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এ লকডাউনের সময় জরুরি বাইরে যাওয়ার প্রয়োজন হলে, পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে।
এ পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেয়া হবে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
‘মুভমেন্ট পাস’ পেতে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন, যা আগামিকাল থেকে চালু হচ্ছে
ঢাকা চীফ ব্যুরো, ১২ এপ্রিল,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur