Home / আবহাওয়া / দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে
weather
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় সন্ধ্যার পর দমকা হাওয়াসহ বৃষ্টি বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, এই লঘুচাপের প্রভাবে সন্ধ্যার পর দেশের কয়েকটি বিভাগের দু এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ময়মনসিংহে ৩৮ দশমিক ৮, টাঙ্গাইলে ৩৮ দশমিক ৫, ফরিদপুরে ৩৮ দশমিক ৬, সিলেটে ৩৭, শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে রাঙামাটি, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।
ঢাকা চীফ ব্যুরো, ১২ এপ্রিল,২০২১;