ঐতিহ্যবাহী মতলব সূর্যমূখী কচি কাঁচার মেলার ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ৫ নভেম্বর সকাল ১০ টায় মেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে মেলার পতাকা উত্তোলন করা হয়।
মেলার পতাকা উত্তোলন করেন মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলু। এরপর সদস্যগণ শপথ গ্রহন করে।
শপথ বাক্য পাঠ করেন মেলার শিশু সদস্য চৌধুরী নিসা মেহনাজ। শপথ শেষে বিপুল সংখ্যক শিশু সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলু। পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সর্বশেষে অনুষ্ঠিত হয় শিশু সদস্যদের অংকিত চিত্র প্রদর্শনী।
চিত্র প্রদর্শনীতে মেলার সদস্য, ভাই বোন, মেলা পরিচালিত স্কুলদয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেনীর জনগনের ভীড় পরিলক্ষিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মেলার সাধারণ সম্পাদক রোটা. মোঃ মোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মোঃ জাকির হোসেন, প্রবীন সদস্য মুহাম্মদ আবদুল কাইউম খান, দ্বিজেন দাস, ফারুক বিন জামান, মতলব ডিগ্রি কলেজের অধ্যাপিকা আইনুন নাহার কাদরী, তরুন সদস্য এস এম সেলিম, মোস্তফা কাদরী, কচি-কাচাঁ প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, কচি-কাচাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান, মতলব প্রেস ক্লাবের সভাপতি রোটা. গোলাম সরওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, মেলার প্রবীণ সদস্য বিমল চন্দ্র দে, শ্যামল ভট্টাচার্য্য, মেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনা মজুমদার রত্না, রিয়াদুল আলম রিয়াদ, কামরুল হাসান নিপু, তরুন সদস্য রোটা. উত্তম ঘোষ, মোহাম্মদ হোসেন, রিনা বনিক, মোঃ নেছার উদ্দিন, স্কুলদয়ের শিক্ষক অভিভাবক ও সুধীজন।
প্রতিবেদক – মাহফুজ মল্লিক
: আপআপডেট, বাংলাদেশ ১০:৩৩ পিএম, ৫ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ