Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / রয়মনেননেছা কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন
রয়মনেননেছা কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

রয়মনেননেছা কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

শনিবার (১৩ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতলব রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়ধীন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে কাজ করছে সরকার। ’

রয়মনেননেছা মহিলা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকতা মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটনসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, রয়মনেননেছা মহিলা কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, মতলব জেবি পাইলট উবির প্রধান শিক্ষক মো.বোরহান উদ্দিন।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৪:৩০ পিএম, ১৩ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply