বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ঈদ পুনর্মিলনী ও পিএইচএফ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ মে মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের রেডচিলি পার্টি সেন্টার মিলনায়তনে উৎসবমুখ পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।
রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান সাখাওয়াত হোসেন শাকিলের সভাপতিত্বে ও ক্লাব ট্রেইনার (পিপি) শেখ মনির হোসেন বাবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুনাক চাঁদপুর এর প্রেসিডেন্ট ডা. আফসানা শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা পলিন, রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সেক্রেটারি এমএ হান্নান, রোটারি ডিস্টিক্ট গভর্নর নুরুল আমিন খান আকাশ, পাস্ট প্রেসিডেন্ট মো. জামাল হোসেন, মোস্তাক আহমেদ খান, আব্দুল বারী জমাদার মানিক, ইলেক্ট প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, রোটারিয়ান ডা. সাইফুল ইসলাম সোহেল, রোটারিয়ান ডা. মিজানুর রহমান, ডা. তানভির আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই রোটারি ফাউন্ডেশনে ২ হাজার ডলার অর্থসহায়তা দেয়ায় ডা. মিজানুর রহমানকে এমপিএইচএফ সার্টিফিকেট এবং ১হাজার ডলার করে অর্থসহায়তা দেয়ায় মো. সাখাওয়াত হোসেন শাকিল, তানভির আহমেদ মিয়া, ডা. ইফতেখার উল আলম, রিম্পল চৌধুরী, ফারুক ভুইয়া, সত্যজিৎ কর সোহাগকে পিএইচএফ সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট ও কোর্টপিন তুলে দেন অনু্ষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান হাজী মো. মোশারফ হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, রোটারিয়ান ইঞ্জিনিয়র জহিরুল ইসলাম, রোটারিয়ান অ্যাড. ওমর ফারুক টিটু, রোটারিয়ান শরীফ মো. আশ্রাফুল, রোটারিয়ান আলমগীর পাটোয়ারী, রোটারিয়ান শেখ মো.জসিম উদ্দিনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১০ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur