Home / জাতীয় / রাজনীতি / আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধন-তথ্য হালনাগাদের দায়িত্ব পেলেন দুই নেতা
আওয়ামী লীগের

আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধন-তথ্য হালনাগাদের দায়িত্ব পেলেন দুই নেতা

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদকে।

পাশাপাশি সম্মেলন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের তথ্য হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে।

১০ মে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা থেকে তাদের এ দায়িত্ব বন্টন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভার শুরুতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলন উপলক্ষে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে।

২৩ জুন দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে।

সম্মেলন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের তথ্য হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে।

বার্তা কক্ষ, ১০ মে ২০২২