Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে শাহরাস্তিতে মানববন্ধন
রোজিনা

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে শাহরাস্তিতে মানববন্ধন

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে শাহরাস্তিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১৯ মে বুধবার বিকালে শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ সভাপতি মুঈনুল ইসলাম কাজল সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন সহ-সম্পাদক ফয়েজ আহমেদ, যুগ্ন সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান সবুজ সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ সহ- অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয় জসীমউদ্দীন হাসানুজ্জামান জাহিদ হাসান মোহাম্মদ হাসান শিহাবসহ কর্মরত সাংবাদিক বৃন্দ।

মানববন্ধনে তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম একজন সময়ের সাহসী সাংবাদিক। তাকে হেনস্তা করে ও মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক সমাজকে দাবিয়ে রাখা যাবে না।আমরা অচিরেই রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাঁকে অপদস্থকারীদের তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনারও দাবি জানান। আমরা অবিলম্বে তার নি:শর্ত মুক্তি চাই এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

স্টাফ করেসপন্ডেট