Home / খেলাধুলা / রোজা রাখার পর বেনজেমার হ্যাটট্রিক
বেনজেমার

রোজা রাখার পর বেনজেমার হ্যাটট্রিক

উয়েফা চ্যাম্পিয়ন লিগে রীতিমতো উড়ছেন ফ্রান্সের মুসলিম ফুটবল তারকা করিম বেনজেমা। রোজা রেখে ম্যাচগুলোতে অংশ নিচ্ছেন তিনি।

তাতে তার পারফরম্যান্সে ঘাটতি তো পড়ছেই না। বরং এ ফরাসি তারকায় ভর করে স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদও ছুটে চলেছে দুরন্ত গতিতে।

টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন বেনজেমা। রোজা রেখেই।

চেলসির বিপক্ষে বুধবার রাতে তার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জয় পায় রিয়াল।

ঠিক আগের ম্যাচে পিএসজির মতো শক্তিশালী দলের বিপক্ষেও দারুণ এক হ্যাটট্রিক করেন এ ফরাসি স্ট্রাইকার।

রোজা যে ফুটবলের মতো দৌড়ঝাপের খেলায় তাকে ক্লান্ত করে না সে কথা আগেই জানিয়েছিলেন বেনজেমা।

দুই দিন আগেই তিনি বলেছেন ‘রোজা আমাকে আলাদা শক্তি দেয়। দৈনন্দিন কাজে প্রভাব ফেলে না রোজা। ‘দারুণ এক অনুভূতি দেয় রোজা।’ এমন মন্তব্যের প্রমাণ দিলেন পরের ম্যাচেই।

বুধবার খেলা শুর হয় স্থানীয় সময় রাত আটটায়। এর কিছুক্ষণ আগেই ইফতার সেরে রোজা ভাঙেন বেনজেমা।

কিন্তু সারাদিনের রোজা রাখার কোনো ক্লান্তি দেখা যায়নি বেনজেমার শরীরে। চেলসির বিপক্ষে প্রথমার্ধেই দুটি গোল করেন বেনজেমা।

২১ মিনিটে ভিনিসিয়াসের ক্রসে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। এই গোলের রেশ কাটার আগে ফের জ্বলে উঠেন বেনজেমা। এবার লুকা মডরিচের ক্রসে দ্বিতীয়বার হেড দিয়ে গোল করেন বেনজেমা।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমায় চেলসি।

২-১ গোলে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর পরই চেলসি গোলরক্ষকের ভুলে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে নেন বেনজেমা।

তথ্যসূত্র: স্পোর্টস বাইবেল