ঢাকায় বেপরোয়া বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় চলমান আন্দোলনের পর এবার দেশব্যাপি বাস চালকদের অবরোধের ফলে চাঁদপুরের কচুয়া-গৌরিপুর-ঢাকা সড়কে জনদুর্ভোগ দেখা দিয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) দিনভর কচুয়া থেকে ছেড়ে যাওয়া সুরমা বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সীমাহীন দূভোর্গ দেখা দিয়েছে।
বাস না পাওয়ায় দূর পার্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। এবং কতো দিন এ অবরোধ থাকে তা নিয়ে দূচিন্তায় রয়েছে সাধারন যাত্রীরা।
কচুয়া বাস পরিবহন সমবায় সমিতি লি: সভাপতি ও বাস চালক এম.ইসলাম পাটোয়ারী মোহন জানান, রাস্তায় বাস নিয়ে নামলে অহেতুক গাড়ী ভাংচুর ও শ্রমিকদের ওপর হামলা ভাংচুরের কারনে আমরা কেন্দ্রীয় নিদের্শে মোতাবেক বাস চলাচল বন্ধ রেখেছি।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur