Home / সারাদেশ / মোবাইলে ছবি তুলতে গিয়ে রেলে কাটা পড়ে দু’কিশোর মৃত্যু
মোবাইলে ছবি তুলতে গিয়ে রেলে কাটা পড়ে দু’কিশোর মৃত্যু
ফাইল ছবি

মোবাইলে ছবি তুলতে গিয়ে রেলে কাটা পড়ে দু’কিশোর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দাড়িয়ে মোবাইলে ছবি তুলতে গিয়ে দুইটি শিশু নিহত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে পুলিশের পরিদর্শক সানাউল ইসলাম জানান, নিহত দুই শিশু রেল লাইনে দাড়িয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছবি তুলছিল, এসময় তারা যে লাইনে দাড়িয়ে ছিল সেটিতে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী এক লোকাল ট্রেনের নীচে কাটা পড়ে ঐ শিশু দুটি মারা যায়।

শিশু দুটির মধ্যে একজনের নাম শুভ (১৫) এবং অপরজন পারভেজ (১০) বলে জানাচ্ছে পুলিশ। এঘটনায় রিপন নামের ১২ বছর বয়সী আরেক শিশু আহত হয়েছে বলে জানা যাচ্ছে।

রেলওয়ে পুলিশ বলছে, ভাদুঘর রেলগেটের দক্ষিণে যেই জায়গাটিতে শিশু দুটি নিহত হয়েছে সেটি অপেক্ষাকৃত নির্জন এবং কিছু প্রত্যক্ষ্যদর্শী দুর থেকে শিশু তিনটিকে দেখেছেন। (বিবিসি)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ পিএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply