মিজানুর রহমান রানা | আপডেট: ০৭:৫৮ অপরাহ্ণ, ০১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী এলাকায় ট্রেনে কাটা পড়ে কুলসুমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের রায়শ্রী বেপারী বাড়ির সামনের লাইনে এ দুর্ঘটনা ঘটে।
কুলসুমা বেগম রায়শ্রী গ্রামের বেপারী বাড়ির জামাল হোসেনের স্ত্রী।
প্রতিবেশী ফয়েজ আহম্মেদ জানায়, ডেম্যু ট্রেনটি কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় রেল লাইনে পালিত ছাগলের পেঁচিয়ে থাকা রশি খুলতে যান কুলসুমা বেগম। কিন্তু রশি খোলার আগেই ট্রেনটি চলে আসায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে চাঁদপুর থেকে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রহিমা বেগমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur