Home / লাইফস্টাইল / রূপচর্চায় সবজির খোসা
vegetable bazar

রূপচর্চায় সবজির খোসা

শরীর সুস্থ রাখতে শাকসবজির ভূমিকার কথা তো সকলেই জানেন। কিন্তু সবজির খোসাও ফেলনা নয়। খোসা দিয়ে করে নিতে পারেন রূপচর্চা।

শসার খোসা

শসা দিয়ে রূপচর্চার কথা সাধারণত সবাই জানে। এর খোসাও যে কত কাজে লাগে অনেকে হয়তো জানে না। এবার চোখের চারপাশের ডার্ক সার্কেল তুলুন শসার খোসা দিয়ে। ব্রণ কমাতেও কার‌্যকরী এটি।

আলুর খোসা

ব্রণযুক্ত মুখে ঘষে নিন আলুর খোসা। আলুর খোসায় ভিটামিন সি রয়েছে যা খুব তাড়াতাড়ি ব্রণ শুকিয়ে দেয়।

লাউয়ের খোসা

লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে মুখে ঘষলেই একটা আলাদা জেল্লা পাবেন। সপ্তাহে একবার ব্যবহারেই তফাতটা বুঝতে পারবেন।

লেবুর খোসা

মুখে অবাঞ্ছিত রোম রয়েছে? এক টুকরো লেবু কেটে খোসাটা ছাড়িয়ে মুখে ঘষুন। লেবুর রসে ব্লিচিং এফেক্ট রয়েছে যা রোম ঢেকে দেবে। মুখ থেকে ট্যান কমাতেও এটি কার্যকর।

গাজরের খোসা

গাজর ছাড়িয়ে খোসাটা আলাদা করে নিন। তারপর বেটে পেস্ট করে মুখে কোথাও বলিরেখা বা সূক্ষ্ম রেখা থাকলে তার উপরে লাগান। মুখ উজ্জ্বল হয়ে উঠবে সহজেই।

ঢাকা ব্যুরো চীফ, ৩০ ডিসেম্বর,২০২০;