Home / আন্তর্জাতিক / রি-এন্ট্রি ভিসা নিয়ে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সৌদি সরকার
Soudi Arab

রি-এন্ট্রি ভিসা নিয়ে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সৌদি সরকার

বৃহস্পতিবার ০৪ জুন ২০১৫ :  ১১:৩৯

সৌদি আরব (রিয়াদ) করেসপন্ডেন্ট :

সৌদি সরকার এবার রি-এন্ট্রি ভিসা নিয়ে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে।

নতুন আইন অনুযায়ী যে সব প্রবাসীরা রি-এন্ট্রি ভিসা নিয়ে সৌদী আরব ত্যাগ করবেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হবার আগে ফিরতে পারবেন না।

তাদেরকে তিন বছরের জন্য এই দেশে নিষিদ্ধ করা হবে বলে জানায় সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ।

সৌদি পাসপোর্ট বিভাগের ডিরেকটর (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন) মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল সাদ চাঁদপুর টাইমসকে বলেন, দেশটির নিয়োগকর্তাদের যে সব কর্মী রি-এন্ট্রি ভিসা নিয়ে দেশ ত্যাগ করেছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হবার আগে ফিরে আসতে পারেনি তাদের পুনঃনিয়োগ না দিতে এটা করা হয়েছে।

একজন শ্রম বিশেষজ্ঞের মতে, সৌদি আরবের শ্রম বাজার স্থিতিশীল করার লক্ষ্যেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। এটি হচ্ছে এ দেশের শ্রম আইনের একটি অংশ এবং শ্রমিকরা যাতে রি-এন্ট্রি ভিসার সুযোগ নিয়ে এক চাকুরী ছেড়ে অন্য চাকুরীতে যেতে না পারে সেটি নিশ্চিত করাই এই আইনের লক্ষ্য।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।