Home / সারাদেশ / রিমান্ড শেষে কারাগারে ‘লেডি গ্যাং লিডার’ সিমি
কিশোরীকে

রিমান্ড শেষে কারাগারে ‘লেডি গ্যাং লিডার’ সিমি

চট্টগ্রামে কিশোরীকে মারধরের ঘটনায় গ্রেফতার ‘লেডি কিশোর গ্যাং লিডার’ তাহসিনা সিমিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা নগরীর পতেঙ্গা থানার এসআই মহিউদ্দিন চৌধুরী একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনদিনের রিমান্ড শেষে বুধবার সিমিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে গত রোববার সিমিকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রামের পতেঙ্গা নেভাল বিচ এলাকায় এক তরুণীকে মারধরের একটি ভিডিও গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায়, পতেঙ্গা নেভাল বিচ এলাকায় সিমি তার এক ছেলে বন্ধুকে সঙ্গে নিয়ে এক কিশোরীকে মারধর করে এবং তাকে হত্যার হুমকি দেয়।

এই ভিডিও নিয়ে ব‌্যাপক সমালোচনার পর পুলিশ শনিবার তাহমিনা সিমিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করেন ওয়াসিফা চৌধুরী অর্না নামের এক তরুণী।

সিমির সহযোগী ও ছেলেবন্ধু মেহেরুল হাসান এখনও গ্রেফতার হননি। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার ওসি সৈয়দ জোবায়ের।

বার্তা কক্ষ,১৮ মার্চ ২০২১