Home / চাঁদপুর / অনেক মানুষকে জেল খাটানো মামলাবাজ চাঁদপুরের আজিজুল গ্রেফতার
আজিজুল হক
মামলাবাজ আজিজুল হক পাটওয়ারি

অনেক মানুষকে জেল খাটানো মামলাবাজ চাঁদপুরের আজিজুল গ্রেফতার

আজিজুল হক পাটওয়ারি। কখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনও সাংবাদিক কিংবা এমপি-মন্ত্রীর কাছের লোক হিসেবে পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে নিজের আবার কখনও অন্যের প্রতিপক্ষকে ঘায়েল করতে দেশের বিভিন্ন আদালত ও থানায় শতাধিক ভুয়া মামলা করেন।

শেষপর্যন্ত চাঁদপুরের এক নারীর প্রতারণা ও হয়রানির মামলায় তিনি ধরা পরেন। ১৬ মার্চ মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) খিলগাঁও জোনাল টিম।

গ্রেফতারের বিষয়টি ১৭ মার্চ বুধবার রাতে নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

প্রতারক,মামলাবাজ,চাঁদাবাজ ও জাল জালিয়াতি চক্রের মূলহোতা আজিজুল হক পাটওয়ারি বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সংহাই গ্রামের মৃত আব্দুল জব্বার পাটোয়ারীর ছেলে।

ডিবি জানায়, গ্রেফতার আজিজুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় এক ভুক্তভোগী নারী মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই নারীর সঙ্গে ২০১৬ সালে পরিচয় হয় আজিজুলের। নারীর পাওনা টাকা উদ্ধারে সহযোগিতার কথা বলে পাঁচ লাখ টাকা নেন আজিজুল। পরে টাকা ফেরত চাইলে ওই নারীর বিরুদ্ধে নারী পাচার, মাদক ব্যবসা, দেহ-ব্যবসাসহ নানা অভিযোগে পাঁচটি মিথ্যা মামলা করেন আজিজুল।

ডিবির কর্মকর্তা মাহবুব আলম বলেন, গ্রেফতার আজিজুলের সারাদেশে একটি মামলাবাজ সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানায়, ওই নারী ছাড়াও চাঁদপুরসহ দেশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ আজিজুলের মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন। এমনকি অনেকে জেল খেটেছেন। আজিজুলের মামলা ও অভিযোগগুলোর নথি পর্যালোচনা করে দেখা যায়, ঘটনা প্রায় কাছাকাছি হলেও থানা ও আসামি আলাদা। তবে মামলার সাক্ষী ঘুরে ফিরে কয়েকজনই।

এছাড়া অসহায় অশিক্ষিত নারীর স্বামীকে জেল থেকে ছড়িয়ে দেয়ার কথা বলে টিপসই নিয়ে আজিজুল নিজের প্রতিপক্ষকে ঘায়েল করতে ও অর্থ আদায়ের উদ্দেশ্যে নিরীহ মানুষের বিরুদ্ধে নারী নির্যাতন ও মানবপাচারের মামলা দেয়ার মতো ঘটনাও ঘটিয়েছেন বলে জানায় পুলিশ।

ঢাকা ব্যুরো চীফ,১৮ মার্চ ২০২১