করোনা আক্রান্ত হওয়ার টানা এক মাস পর টেস্ট রিপোর্ট নেগেটিভ এলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী।
এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিত্সার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে ৫ দফা কোভিড-১৯ টেস্ট করা হয় রিজভীর। প্রতিবারই পজেটিভ রিপোর্ট এসেছে। ৬ষ্ঠ বার পরীক্ষার পর শনিবার রিজভীর নেগেটিভ রেজাল্ট এসেছে।
শনিবার এ তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
ডা. রফিকুল ইসলাম বলেন, রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় ও করোনার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা ইউনিটের অধীনে কেবিনে তার চিকিত্সা চলছে। তিনি বলেন, রিজভীর অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হয়েছে। তবে এখনো তাকে নরমালি অক্সিজেন দেওয়া হচ্ছে।
স্টাফ করেসপন্ডেট,১৮ এপ্রির ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur