চাঁদপুর

রায়পুরে ৬ ডাকাত গ্রেপ্তার : গণপিটুনিতে হাইমচরের একজন নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে গণপিটুনিতে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। এ সময় নিহত ‘ডাকাত’র আরো পাঁচ সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার ভোরে উপজেলার বামনী ইউপির সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল(৩৩) চাঁদপুরের হাইমচরের বাসিন্দা। আটকৃতরা হলেন, লক্ষ্মীপুর সদরের চর পাতা গ্রামের মোঃ কাউসার (৪০), শ্যামগন্জ গ্রামের মোঃ মমিন (৩৫), চর রুহিতা গ্রামে মোঃ সুমন ( ৩৬), চর রমনি গ্রামের মোঃ ইব্রাহিম (৪০), চর রমনি গ্রামে মোঃ সবুজ।

রায়পুর থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন, শুক্রবার ভোরে স্থানীয় জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতির সময় ঘরে থাকা লোকজন চিৎকার দেন। এতে প্রতিবেশীরা বাড়িটি ঘেরাও করে ছয় ডাকাতকে ধরে গণপিটুনি দেন।

এতে ডাকাতরা গুরুতর আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। সেখানে সোহেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তার মরদেহ কমপ্লেক্সে রাখা হয়। এছাড়া আটক পাঁচ ডাকাতকে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রতিবেদক : শিমুল হাছান, ২২ নভেম্বর ২০১৯

Share