Home / চাঁদপুর / চাঁদপুর শহরে রাস্তা প্রশস্তকরণে কমেছে ৩টি মোড়ের যানজটের দুর্ভোগ
রাস্তা

চাঁদপুর শহরে রাস্তা প্রশস্তকরণে কমেছে ৩টি মোড়ের যানজটের দুর্ভোগ

চাঁদপুর শহরের বেশ কয়েকটিস্থান প্রশস্ত করার কারণে যানজটের দুর্ভোগ কমেছে শহরের ৩টি গুরত্বপূর্ণ মোড়ে। চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলের এমন প্রশংসনীয় উদ্যোগের কারনেই এমন দুর্ভোগ থেকে অনেকটা মুক্তি পেয়েছে শহরবাসি।

দীর্ঘ কয়েক বছর ধরেই দেখা গেছে চাঁদপুর শহরের সব ক,টি সড়কে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। শুক্র ও শনিবার ছুটির দিন ব্যধিত প্রায় প্রতিদিনই শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে তীব্র যানজট লেগে থাকার দৃশ্য ছিলো অসনীয়। তবে সড়ক গুলোতে যে পরিমান যানজটের সৃষ্টি হতো। তার চেয়ে অধিক ভংয়কর যানজট ছিলো শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে।

বিশেষ করে শহরের কালী বাড়ি শপথ চত্বর মোড়, ছায়াবানী মোড়, চিত্রলেখা রাজু চত্বর মোড়, মিশন রোড চার রাস্তার মোড়, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, বিপনী বাগ,পাল বাজার ব্রীজের গোড়াসহ বিভিন্ন গুরত্বপূর্ণ পয়েন্টে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজট লেগেই থাকতো। এসব গুরত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করলেও তাদের অক্লান্ত পরিশ্রমেও যানজট নিরসনে করতে অনেকটা হিমশিম খেতে হয়েছে।

চাঁদপুর শহরের সড়ক গুলোতে গত কয়েক বছর ধরেই যানজটের এমন ভয়াবহতার দৃশ্য দেখে আসছে শহরবাসি। কিন্তু শহরের এমন কঠিন যানজট পুরোপুরি নিরসন না হলেও পৌর মেয়রের প্রশয়সনীয় উদ্যোগ গ্রহনে গত কয়েক মাস ধরে শহরের বেশ কয়েকটি মোড়ে বদলে গেছে যানজটের সেই কঠিন চিত্র।

পর্যবেক্ষণ করে দেখা গেছে এক দেড় বছর পূর্বেও শহরের যেকোন একটি মোড়ে যানবাহনের সামন্য জটলা লাগলেই, সেই জটলা দীর্ঘ যানজটে পরিনত হতো। মূলত পক্ষে গুরুত্বপূর্ণ মোড় গুলো থেকেই স্বাভাবিক যানজট রূপ নিতো ভয়ংকর যানজটে। আর সেই যানজট লেগে থাকতো ঘন্টার পর ঘন্টা। কিন্ত গত কয়েক মাস ধরে দেখা গেছে শহরের প্রধান, প্রধান সড়ক গুলোর মোড়ে যে পরিমান যানজট লেগে থাকতো, তা এখন অনেকটাই কমে গেছে। শহরের যানজট নিরসন এবং পথচারীদের চলাচলের জন্য শহরের কয়েকটিস্থান এবং ৩টি গুরত্বপূর্ণ মোড়ে প্রস্তত করেছেন পৌর মেয়র।

রাস্তা

যানজটের দুর্ভোগ কমেছে শহরের গুরত্বপূর্ণ মোড়ে

এরমধ্যে উল্লেখযোগ্য হলো, শহরের কালী বাড়ি শপথ চত্বর মোড়, চিত্রলেখা রাজু চত্বর মোড় এবং মিশন রোড চার রাস্তার মোড়। এর পাশাপাশি মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়কের চাঁদপুর সরকারি কলেজের সামনে থাকা রাস্তাটিও অনেকটা প্রশস্ত করা হয়েছে।

খবর নিয়ে জানা গেছে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল শহরের যানজট কমিয়ে আনতে চাঁদপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সড়কের সাথে থাকা কলেজের বাউন্ডারির দেয়ালটি ভেঙ্গে তা সড়ক থেকে পিছিয়ে নেয়া হয়। একই সাথে পৌর মেয়র নিজ উদ্যোগে শহরের কালী বাড়ি শপথ চত্বর মোড়, ছায়াবানী মোড়, চিত্রলেখা রাজু চত্বর মোড় এবং মিশন রোড চার রাস্তার মোড় গুলোতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা প্রশস্ত করেছেন।

সরজমিনে দেখা গেছে, চাঁদপুর শহরের উল্ল্যেখিত এসব মোড় গুলো প্রশস্ত করার কারনে কারনে বর্তমানে ওই মোড়গুলোতে যানজট অনেকটাই কমে এসেছে। আগে এসব মোড়ে যে পরিমান যানজট লেগে থাকতো, তা প্রশস্ত করার কারনে এখন আর মোড় গুলোতে তেমন দীর্ঘ যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি।

শহরের এই তিনটি গুরত্বপূর্ণ মোড় প্রসস্ত করায় চাঁদপুর ট্রাফিক বিভাগও পৌর মেয়রকে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর ট্রাফিক বিভাগের টিআই মোঃ মাহফুজ মিয়া চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুর শহরের এসব মোড় গুলোতেই প্রচন্ড যানজটের সৃষ্টি হতো। যার কারনে সেই যানজট পুরো সড়কে লেগে থাকতো। তা নিয়ন্ত্রন করতে আমাদেরও অনেক হিমশিম খেতে হয়েছে। তবে পৌরসভার মেয়র মহাদয় সরকারি কলেজের সামনের সড়কসহ যে তিনটি গুরত্বপূর্ণ মোড় প্রশস্ত করেছেন। তার জন্য মেয়র মহাদয়কে আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃর্তজ্ঞতা প্রকাশ করছি। কারণ মোড় গুলো প্রশস্তকরনের কারনে বর্তমানে ওই মোড় গুলোর যানজট অনেকটাই কমে গেছে।’

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৯ জুন ২০২৩