চাঁদপুর জেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা শনিবার (২৫জুন) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তেব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, ‘যারা মাদক সেবন করে তাদেরকেসহ মাদক ব্যবসায়ীদের ধরার প্রতি খেয়াল রাখতে হবে। নির্বাহী ম্যাজিস্টেট্রগণ মাদক সেবন ও মাদক ব্যবসায়ীরে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। জনপ্রতিনিধি, পুলিশ বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। রাস্তায় কোন লাইসেন্স বিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। ঈদে নৌ-রুটে কোনো প্রকার অনিয়ম হতে দেয়া যাবে না
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সামছুন্নাহার, সিভিল সার্জন রথিন্দ্রনাথ মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, বিদ্যুৎ উন্নয়ন বোডের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,এ এস পির সার্কেল নজরুল ইসলাম, এ এস পির সার্কেল হাজীগঞ্জ মোহাম্মদ হানিফ, সদর উপজেলার চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বিএম হান্নান প্রমুখ।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur