Home / উপজেলা সংবাদ / হাইমচর / রমজানে দোকান খোলা রাখার প্রতিবাদ করায় থানায় অভিযোগ
Obijog

রমজানে দোকান খোলা রাখার প্রতিবাদ করায় থানায় অভিযোগ

চাঁদপুরের হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে মসজিদের পাশে রমজানে দিনের বেলায় চা-দোকান খোলা রাখায় এলাকার ও স্থানীয় মসজিদের মুসল্লিরা দোকান বন্ধ করা দাবি জানায়। এ প্রেক্ষিতে নিজের শুক্রবার (২৪ জুন) বেলা ১২টায় দোকানের মালামাল এলোমেলো করে আপন ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করার খবর পাওয়া গেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ছোটলক্ষীপুর গ্রামের শহিদ গাজীর ছোট ভাই তাজু গাজী দিনে বেলায় চায়ের দোকানে চা বিক্রি করে। এ বিষয়ে মসজিদের সভাপতি মোখলেছুর রহমান, মসজিদের ইমাম, নবির হোসেন, আবুল মাঝি, হাসু মৃধ্যা শহিদ গাজী দোকান বন্ধ করার জন্য তাকে বলে।

এতে দোকানদার তাজু গাজী উত্তেজিত হয়ে তার বড় ভাইয়ের প্রতি চড়াও হন।

স্থানীয় ক’জন চাঁদপুর টাইমসকে জানায়, ‘তাজু গাজী দিনের বেলায় চা বিক্রি করে আসছে। এলাকার লোকজন তার বড় ভাই এর প্রতিবাদ করলে, সে নিজেই দোকানের মালপত্র এলোমেলো করে শহিদ গাজীসহ এলাকার লোকজনের নামে থানায় মিথ্যে অভিযোগ করে।’

এ নিয়ে এলাকার স্থানীয় মুসল্লিদের মধে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ২৫ জুন ২০১৬, শনিবার
ডিএইচ