চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন মঙ্গলবার ১৮ অক্টোবর বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় মিলনায়তন অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক ” এ প্রতিপাদ্য সামনে এনে দিবসটির কর্মসূচি গ্রহণ করা হয় ।
কর্মসূচির মধ্যে ছিল-বৃক্ষরোপণ,কবিতা আবৃতি,গান,খবর পরিবেশন,কুইজ,দোয়া অনুষ্ঠান,বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শেখ রাসেল এর জীবন নিয়ে আলোচনা ।
এর আগে স্কুল ল্যাবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশে ভিডিও কনফারেন্সে ৫ হাজারটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৩শ’টি শেখ রাসেল স্কুল অব ফিউচার শুভ উদ্বোধন করেন। সকাল সাড়ে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ল্যাবে জাতীয় ঐ্ অনুষ্ঠানটি উপভোগ করেন।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.আবদুল আজিজ। উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক আবদুল গনি।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো.আব্বাস মজুমদার,সহকারী শিক্ষক আবদুল করীম,আহসান উদ্দিন ।
বক্তাগণ বলেন,‘ ১৮ অক্টোবর ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে কনিষ্ট পুত্র জন্মগ্রহণ করেন। শিশু রাসেল বেঁচে থাকলে ৫৮ বছরের মানুষটি হতেন এক অন্যন্য গুনাবলীর ব্যক্তিত্ব।
বঙ্গবন্ধুর আত্বস্বীকৃত খুনিরা শুধু জাতির পিতাকেই হত্যা করেনি তারা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারীদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এটি আজ প্রমাণিত হয়েছে।
শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশু কিশোর, তরুণ, শুভবুদ্ধি বোধ সম্পন্ন মানুষের কাছে একটি ভালোবাসার নাম,অবহেলিত অধিকার বঞ্চিত শিশু কিশোরদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে রইল। বাংলাদেশের প্রতিটি লোকালয়ে ছড়িয়ে পড়ুক এবং সরকার শেখ রাসেলের ১১ বছরের জীবন গল্পের প্রতিটি মুহুর্ত আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবে এটাই প্রত্যশা।’ অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয় ।
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur