Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ইউপি চেয়ারম্যানরা রাষ্ট্রযন্ত্র ও জনগণের সেবক : ডা. দীপু মনি
ইউপি চেয়ারম্যানরা রাষ্ট্রযন্ত্র ও জনগণের সেবক : ডা. দীপু মনি

ইউপি চেয়ারম্যানরা রাষ্ট্রযন্ত্র ও জনগণের সেবক : ডা. দীপু মনি

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বুধবার (২৭ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় স্কাইপির মাধ্যমে ভিডিও কনফারেন্সের এর প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি বলেন, ‘সদর উপজেলার ১৪ ইউনিয়র পরিষদের মধ্যে ১২ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানাই। চেয়ারম্যানরা রাষ্ট্রযন্ত্র ও জনগণের সেবক। ইউনিয়ন পরিষদের কাজের পরিধি সরকার বৃদ্ধি করেছে। আপনাদের এখন অনেক কাজ, তা’ শতভাগ করার চেষ্টা করতে হবে। আমাদের সমাজ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে হবে। এ বিষয়ে ইউনিয়নের জনগণকে সচেতন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যুবসমাজকে ক্রীড়া ও সাংস্কৃতির সাথে জড়িত রাখতে হবে। যাতে তারা মাদকের কড়ালগ্রাস থেকে রক্ষা করতে হবে। আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি।’

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে এবং জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামালের পরিচালনায় উন্মুক্ত সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপক বড়–য়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহাজাহান মিয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মনিরা চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধ আবুল কালাম শামসুল আলম চিশতী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী প্রমুখ।

ইউপি চেয়ারম্যানরা রাষ্ট্রযন্ত্র ও জনগণের সেবক : ডা. দীপু মনি

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply