রাত পোহালেই ৫ই জানুয়ারী বুধবার সকাল ৮ ঘটিকা থেকে বিরামহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট নির্বাচন অফিস। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাচনন অফিস সুত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনে ৭৩জন চেয়ারম্যান প্রার্থী, ১২৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও ৪শ ৯৩ জন সাধারণ সদস্য অংশ গ্রহণ করছেন।
১৩ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদে লড়ছেন নারী ও পুরুষসহ মোট ৬ শ ৯১ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।
উপজেলার ১৩টি ইউনিয়নের ১২২ কেন্দ্রে ব্যালটা পেপার ছাড়া বাকী অন্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
ভোট গ্রহনের কেন্দ্র ১শ ২২ , ভোট গ্রহনের কক্ষ ৭শ ৭২টি । ১৩টি ইউনিয়নের পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৪০ হাজার ৯৭৩ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৪১ জন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৪শ ১৪ জন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়নে ১২২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন ৫ জন রিটার্নিং অফিসার, সহ-প্রিজাইডিং অফিসার ১২২ জন ও পোলিং অফিসার ৫৬৪ জন।
উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর এর নেতৃত্বে কেন্দ্র বিবেচনায় ১৭জন আনসারসহ ৩/৫জন পুলিশ ফোর্স নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার দায়িত্বরত থাকবেন বলে জানা গেছে। পাশপাশি এপিবিএন, বিজিবি এবং র্যাবের কয়েক প্লাটুন মোবাইল টিম হিসেবে পুরো নির্বাচনী এলাকাকে নিরাপত্তার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা নিয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং মোঃ মিজানুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, নির্বাচনে প্রায় ২হাজার ৪শত পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করছে।
উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি জানান, নির্বাচনে ভোটার নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে। সুষ্ঠু ও ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন সম্পন্ন হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৪ জানুয়ারি ২০২২