নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি নূর হোসেনকে বৃহস্পতিবার রাতেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে হস্তান্তরের একদিন পরই ফেরত আনা হচ্ছে নূর হোসেনকে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিমবঙ্গের দমদম কারাগার থেকে তাকে নিয়ে পুলিশ পেট্রাপোল বন্দরের দিকে রওনা হয়েছে। বেনাপোল বন্দরে বিএসএফ ও বিজিবির মাধ্যমে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
নিউজ ডেস্ক ||আপডেট: ০৭:৩৫ পিএম, ১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur