Home / সারাদেশ / রাজীবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
রাজীবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রাজীবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুড়িগ্রামের রাজীবপুরে কৃষি পুনর্বাসন কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।  বুধবার উপজেলা কৃষি অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এসব সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম। দেড় হাজার কৃষক এ সুবিধা গ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান,সরকার কৃষি পুনর্বাসনের লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে। এতে প্রতি কৃষক ২০ কেজি ডিএপি,১০ কেজি পটাশ ও এক কেজি সরিষা। এ ছাড়া ভুট্ট, গম, ডালের বীজও বিতরণ করা হয়। ১৫০০ কৃষক এ সুবিধা গ্রহণ করেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান,ভাইস চেয়ারম্যান বিলকিস আরা বেগম, রাজীবপুর প্রেসক্লাব সভাপতি কুদ্দুস বিশ্বাস ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সাখাওয়াত হোসেন সাখা 

|| আপডেট: ০৬:০৪ পিএম,২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার

 এমআরআর