চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১০ জন প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মফিজুর রহমান। তিনি ইউনিয়ন বিএনপির দায়িত্বে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দোয়াত কলম প্রতীক নিয়ে ৩১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৯ মার্চ শনিবার রাত ৭ টার দিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার মো. ফারুক হোছাইন রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে বে-সরকারি ভাবে মফিজুর রহমানকে চেয়ারম্যান হিসাবে ঘোষণা দেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সৃত্রে সকল কেন্দ্রের একক ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী মো. মফিজুর রহমান দোয়াত কলম প্রতীক ৩১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিক পাটোওয়ারী আনারস প্রতীক পেয়েছেন ৩০৪৭ ভোট। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন মোঃ মিজানুর রহমান তালুকদার টেবিল ফ্যান পেয়েছে ৫৬ ভোট, মোহাম্মদ আখতার হোসেন দুটি পাতা প্রতীক পেয়েছে ৫৩ ভোট, মো. আনোয়ার হোসেন অটোরিক্সা পেয়েছেন ২২ ভোট, মো. আবুল কালাম টেলিফোন পেয়েছে ২৭ ভোট, মনির হোসেন পাটোয়ারী ঢোল পেয়েছেন ৯৩ ভোট, রফিকুল ইসলাম পেশকার চশমা প্রতীক পেয়েছে ৯২১ ভোট, মো. শাহজাহান মিয়া মোটরসাইকেল পেয়েছেন ৪৫৪ ভোট, সিদ্দিকুর রহমান রজনীগন্ধা খেয়েছে ৯৬৫ ভোট এবং হাজী মো. আবুল কালাম ঘোড়া প্রতীক পেয়েছে ৯১০ ভোট।
রাজারগাঁও ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে ২১ হাজার ৪২৪ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১০৯১২ জন। বাতিল ভোটারের সংখ্যা ১৪৩ জন। সর্বমোট প্রদক্ত ভোটের সংখ্যা ১১০৫৫ জন।
রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ফলাফল ঘোষণা শেষে দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ফারুক হোসাইন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পেরেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এমনকি এখন পর্যন্ত ১১ জন প্রার্থীর মধ্যে কারোই অভিযোগ পাইনি। বাকি সার্বিক পরিস্থিতির মূলায়ন নির্বাচন পর্যবেক্ষকদের উপর ছেড়ে দিলাম।
এদিকে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ভোট গ্রহণে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহণকালে সকলের সাঝে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়। কোন কোন কেন্দ্রে সারিবদ্ধ ভোটার লাইনের চিত্র দেখা যায়। ভোটারদের পাশাপাশি মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দ সহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে হঠাৎ হার্ট অ্যাটাকে তিন বারের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া মৃত্যুবরণ করলে দীর্ঘ পাঁচ মাস পর এই উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৯ মার্চ ২০২৪