Home / সারাদেশ / রাজশাহী মেডিকেলে করোনায় ১২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেলে

রাজশাহী মেডিকেলে করোনায় ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও করোনার উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ আটজন। তিনজনের করোনার উপসর্গ ছিল। আরেকজনের করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায়ও ১২ রোগীর মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় যে ১২ জন রোগী মারা গেছেন, তাঁদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের একজন ও নওগাঁর একজন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৫ জন ও কুষ্টিয়ার ২ জন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩২৫ জন। তাঁদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২ জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ২৬ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৬ জন ও চুয়াডাঙ্গার ১ জন।

গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৬৮টি নমুনা পরীক্ষায় ১৫টি ইনভ্যালিড হয়ে ৩৫৩টি নমুনা হয়। এর মধ্যে ১১১ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ। নাটোর জেলার তিনটি নমুনায় একজনের পজিটিভ আসে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

নওগাঁ জেলার ৮৮টি নমুনায় ৪৩ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৪৭ দশমিক ২৫ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের ৯৯টি নমুনায় ২২ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ২১ দশমিক ৩৬ শতাংশ।

অনলাইন ডেস্ক,১৫ জুন ২০২১