Home / সারাদেশ / রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নারী পাইলট নিহত
রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নারী পাইলট নিহত

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নারী পাইলট নিহত

‎Wednesday, ‎April ‎01, ‎2015  08:59:04 PM

রাজশাহী অফিস :

রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং একাডেমি এন্ড সিভিল এভিয়েশনের স্যাসনা-১৫২ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান (২২) নামের এক প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রশিক্ষক লে. কর্নেল (অব.) সাঈদ কামাল। তাকে রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাবুর রহমান জানান, বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে প্রশিক্ষক সাঈদ কামাল পাইলট তামান্না রহমানকে নিয়ে উড্ডয়ন করেন। ১ টা ৫৮ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে জরুরী অবতরণের সময় রানওয়ে থেকে প্রশিক্ষণ বিমানটি ছিটকে পড়ে। এতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান পুড়ে মারা যান। গুরুতর দগ্ধ হন হন প্রশিক্ষক সাইদ কামাল।

রাজশাহী নগরীর শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাংলাদেশ ফ্লাইং একাডেমির ওই প্রশিক্ষণ বিমানটিতে প্রশিক্ষণার্থী তামান্না ও প্রশিক্ষক সাইদ কামাল ছিলেন। বিমানটি আকাশ থেকে মাটিতে নামার পর নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়।

সাইদ কামালকে প্রথমে সিএমএইচ ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।