Home / জাতীয় / রাজধানীতে জঙ্গি আস্তানায় অভিযানে ‘প্রশিক্ষক’ নিহত দু’পুলিশ আহত
রাজধানীতে জঙ্গি আস্তানায় অভিযানে ‘প্রশিক্ষক’ নিহত দু’পুলিশ আহত

রাজধানীতে জঙ্গি আস্তানায় অভিযানে ‘প্রশিক্ষক’ নিহত দু’পুলিশ আহত

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি মেজর মুরাদ গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রশিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা অভিযান শেষে পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, `রূপনগর থানা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিলো। বাসায় গেলে ওই জঙ্গি পিস্তল ও ছুরি নিয়ে হামলা চালান। তার মুরাদ, জাহাঙ্গির ও ওমরসহ একাধিক নাম রয়েছে। তবে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত নই, খোঁজখবর চলছে। পুলিশের কাউন্টার গুলিতে তার মৃত্যু হয়।’

ওই বাড়ির মালিক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। জুলাই মাসে পরিবারসহ বাসা ভাড়া নেন মুরাদ। অভিযানের সময় বাসায় তিনি একাই ছিলেন, পরিবার ছিলো না।

এছাড়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান জাবেদ পাটোয়ারি বলেন, `নিহত জঙ্গি নব্য জেএমবি’র প্রশিক্ষক ছিলেন। তবে তার প্রকৃত নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।’

এদিকে, আহতরা হলেন- রূপনগর থানার ওসি-তদন্ত শাহীন ফকির ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মমিনুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোখারী। শাহীন ফকির হাতে গুলিবিদ্ধি এবং শহীদ ও মমিনুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দু’জনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত দুই ওসিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। উৎস-বাংলানিউজ

নিউজ ডেস্ক :আপডেট, বাংলাদেশ সময় ১২:২০ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply