মিয়ানমার সেনাবাহিনী ও জাতিগতভাবে নির্যাতনের শিকার শরণার্থীদের মাঝে শনিবার (৭ অক্টোবর) দিনব্যাপি কক্সবাজারের উখিয়ায় গিয়ে স্মরণার্থী ক্যাম্পে নগদ অর্থ বিতরণ করেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন।
রহিঙ্গাদের মাঝে তিনি ওই অর্থ বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন বিএনপি নেতা মো.ইউনুছ বেপারী।
সাবেক মেয়র মঞ্জিল হোসেন মোবাইল ফোনে এ প্রতিনিধিকে বলেন,‘ফরিদগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব এম এ হান্নান,আরেক তরুণ সমাজসেবক আলহাজ্ব মো.আলমগীর হোসেন পাটওয়ারী,ব্যক্তিগত ফান্ড ও জনসাধারণের কাছ থেকে সংগ্রহীত অর্থ শনিবার দিনব্যাপি নির্যাতিত রহিঙ্গা মুসলমানদের মাঝে বিতরণ করা হয়েছে।’
বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে ত্রাণ কার্যক্রম চলছে। তবে এখনো রহিঙ্গাদের জন্যে ব্যাপক ত্রাণের প্রয়োজন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রহিঙ্গা শরণাার্থীদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
প্আরতিবেদক : আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৮:৪০ পিএম,৭ অক্টোবর ২০১৭,শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur