Home / জাতীয় / রাজনীতি / রসিক নির্বাচনে বিপুল ভোট লাঙল বিজয়!
রসিক নির্বাচনে বিপুল ভোটে লাঙল বিজয়!

রসিক নির্বাচনে বিপুল ভোট লাঙল বিজয়!

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৩টি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে লাঙল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ৮৩টি কেন্দ্রের ফলাফলে ৬৭ হাজার ২১৮ ভোট পেয়েছেন।

নির্বাচন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে ঘোষিত ৪৭টি কেন্দ্রের ফল অনুযায়ী লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৬৭ হাজার ২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ২৬ হাজার ৪৭৮ ভোট। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ১৩ হাজার ৮৯৬ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন গণনা চলছে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ৩০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
এএস