Home / জাতীয় / রাজনীতি / রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির কাউন্সিল
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির কাউন্সিল

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির কাউন্সিল

বিএনপির আসন্ন ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের জন্য রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, ‘আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের অনুমতি দেওয়া হয়েছে। ১৯ মার্চ কাউন্সিলকে কেন্দ্র করে আরও যে কাজগুলো আছে তা করা হবে।’

‘গত রাতে(বুধবার) গভীর রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ আমাদের লিখিতভাবে অনুমতি দিয়েছে। ফলে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য যে আবেদন করেছিলাম তা প্রত্যাহার করে নিচ্ছি,’ বলেও উল্লেখ করেন তিনি।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশের অনুমতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘নিয়ম হচ্ছে পুলিশকে অবহিত করা। আমরা ১৯ মার্চের কাউন্সিল ও ভেন্যুর বিষয়ে আগেই পুলিশকে অবহিত করেছি। আবারও করব। আরও নিয়ম হচ্ছে, কোনো সভা কিংবা অনুষ্ঠানের বিষয়ে মূল কর্তৃপক্ষের অনুমতি পাওয়া। আর কাউন্সিলের ক্ষেত্রে ভেন্যু কর্তৃপক্ষের অনুমতি পাওয়া।’

বিএনপির এই নেতা বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় কাউন্সিলের জন্য গঠিত উপ-কমিটিগুলোর আহ্ববায়করা এবং চেয়ারপারসনের সিকিউরিটির কর্মকর্তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শনে যাবেন।’

রিজভী জানান, কাউন্সিলের প্রস্ততির অংশ হিসেবে বিকালে দুটি সভা করা হবে। বিকেল তিনটায় শৃঙ্খলা ও সেবা কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আসম হান্নান শাহ’র নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হবে। অপরটি বিকেল চারটায় আপ্যায়ন কমিটি অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল কবির শাহীন, তায়েফুল ইসলাম টিপু প্রমুখ।

নিউজ ডেস্ক || আপডেট: ০১:১৭ অপরাহ্ন, ০৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

এমআরআর