Home / চাঁদপুর / রমজানে সেবার মানসিকতায় ব্যবসা পরিচালনা করতে হবে : জেলা প্রশাসক
রমজানে সেবার মানসিকতায় ব্যবসা পরিচালনা করতে হবে : জেলা প্রশাসক

রমজানে সেবার মানসিকতায় ব্যবসা পরিচালনা করতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেছেন,‘পবিত্র মাহে রমজানে রোজাদারদের সেবা করার মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা, প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। যারা ব্যবসায়ী আছেন পাইকারি ও খুচরা বিক্রির ব্যবধান যেনো সহনশীল পর্যায় থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।’

রোববার (১৪ মে) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, ‘মাদক ও জঙ্গিবাদ সচেতনতায় রমজানে জুমার দিন খুতবায় ইমামগণ জঙ্গি বিরোধী আলোচনা ,লঞ্চঘাটে সিএনজি স্কুটার চালকদের হাতে যাত্রীরা জিম্মি ও হয়রানির শিকার না হয় সে জন্যে লঞ্চঘাটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে হবে। চাঁদপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে প্রশাসন সব সময় কাজ করে যাচ্ছে। মানুষের সেবা দেয়ার জন্যে আইন শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনেও জেলা প্রশাসন কাজ করবে। প্রধান মন্ত্রীর অঙ্গীকার সবার জন্যে বাসস্থান নিশ্চিত করতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সকলে মিলে মিশে কাজ করলে আমাদের দেশ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে।’

সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন,নৌ-পুলিশ সুপার সুব্রত হালদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলওয়ার হোসেন,চেম্বার অব কর্মসের সভাপতি সুভাষ চন্দ্র রায়, ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, মডেল থানার অফিসার ইনচার্জ মো.ওয়ালী উল্যাহ অলি, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.এম জি ফারুক,হিন্দু -বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড.রঞ্জিত রায় চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

প্রতিবেদক : কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ০০ পিএম, ১৪ মে ২০১৭, রোববার
এজি

Leave a Reply