Home / আন্তর্জাতিক / রমজানে মসজিদগুলোতে বিনামূল্যে চাল সরবরাহ
রমজানে মসজিদগুলোতে বিনামূল্যে চাল সরবরাহ
গত রমজানে মসজিদগুলোতে বিনামূল্যে চাল সরবরাহ করেছিলেন জয়ললিতা

রমজানে মসজিদগুলোতে বিনামূল্যে চাল সরবরাহ

আসন্ন রমজানে মসজিদগুলোতে বিনামূল্যে চাল সরবরাহের নির্দেশ দিয়েছেন ভারতের তামিল নাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। এক বিবৃতিতে তিনি রাজ্যের ৩ হাজার মসজিদে রমজান মাসে ৪৬ হাজার টন চাল বিনামূল্যে সরবরাহের নির্দেশ দেন।

জয়ললিতা বলেন, ‘পরিকল্পনাটি মুসলিম সম্প্রদায় স্বাগত জানিয়েছে। যেহেতু এ বছরও চাল বিতরণ অব্যহত রাখার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে।

তাই আমি এ বছরও চাল বিতরণের নির্দেশ দিয়েছি।’ ২০০১ সালে জয়ললিতা তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মসজিদে বিনামূল্যে চাল বিতরণ করে আসছেন তিনি।

পর্যাপ্ত পরিমাণে চাল সরবরাহের জন্য জন্য জেলা কালেক্টরদেরও নির্দেশ দিয়েছেন জয়ললিতা। এই প্রকল্পে তামিল নাড়ু রাজ্য সরকারের খরচ হবে দুই কোটি ১৪ লাখ টাকা।(বাংলামেইল)

নিউজ ডেস্ক : আপডেট ৬:০০ পিএম, ০৩ জুন ২০১৬, শুক্রবার
এইউ

Leave a Reply