পবিত্র রমজান মাসে রোজা রাখা যাবে না। এই মর্মে জারি করা নিয়ম লঙ্ঘন করায় অন্তত শতাধিক রোযাদার মুসল্লী গ্রেপ্তার করেছে চীন সরকার।
ঘটনার কেন্দ্র সেই জিনজিয়াং প্রদেশ। এখানকার উইঘুর মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় নিয় কানুন পালনে নিষেধাজ্ঞা জারি করেছে চীন।
জিনজিয়াং প্রদেশটির সঙ্গে মিশে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখাস্তান, কিরঘিজস্তান, পাকিস্তান ও আফগানিস্তান ও ভারত। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মধ্যে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট। বেশ কয়েকটি নাশকতার তদন্তে নেমে এসেছে এমনই তথ্য।
বিভিন্ন সময়ে জিনজিয়াং প্রদেশে নাশকতার অভিযোগ উঠেছে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে। সেই জেরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
সরকারের জারি করা নিয়মের প্রতিবাদে বিক্ষোভে বার বার রক্তাক্ত হয়েছে জিনজিয়াং প্রদেশ।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০৫ পিএম, ২০ জুন ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur