চাঁদপুরের কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ১ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এতে ১১ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ৩৫ জন ডাক্তার প্রায় ৫ হাজার রোগীর চিকিৎসাসেবা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, ‘একটি সুস্থ্য জাতি গড়ে তোলার লক্ষ্যে সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। এরই আলোকে সরকার চিকিৎসাখাতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলছে। বর্তমান সরকারের স্বদিচ্ছার কারণে এদেশ থেকে যক্ষ্মা রোগের মতো মারাত্মক ব্যাধী প্রায় নির্মূল হতে চলছে। চিকিৎসাসেবার কারনেই বাংলাদেশের জনগণের গড় আয়ু ৭১ এ উন্নীত হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুর সভাপতিত্বে ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবদুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুরের সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ নিপা ও কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন মিয়া প্রমুখ।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৭:৩০ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur