Friday, 01 May, 2015, 01:56 PM
লাইফস্টাইল প্রতিবেদক:
৬টি কারণে ২০ লাখ সৌদিয়ান বিয়ে করতে পারছেন না এবং অনেকে আবার বিয়ে করছেন বিদেশী নারী। এ নিয়ে সেদেশটিতে একটি সংকট দেখা দিয়েছে। অথচ সৌদি আরব ধনী দেশ। কিন্তু তবুও দেশটিতে ২০ লাখ তরুণ বিয়ে করতে পারছে না। কী কারণ? গালফ নিউজ একটি সমীক্ষা তুলে ধরে জানিয়েছে, ছয়টি কারণে সৌদিরা বিয়ে করতে পারছে না।
ছয়টি কারণের মধ্যে প্রথম দুটিই সবচেয়ে বড় বাধা হয়ে দাড়িয়েছে। এ দুটি হলো বিপুল পরিমাণ মোহরানা এবং বর্ণাঢ্য বিয়ে অনুষ্ঠান। এছাড়া বর-কণে পছন্দে পরিবারের মধ্য মতানৈক্য হতে সমস্যা, সামাজিক মর্যাদা অনুসারে সমন্ধ না পাওয়া, সিদ্ধান্তহীনতায় ভোগা ও অনেক তরুণীর বিয়ে না করার ইচছা।
সৌদি পরিকল্পনা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে ৩০ বছরের বেশি বয়স্ক প্রায় ১৪ লাখ তরুণী ও ছয় লাখ তরুণ অবিবাহিত রয়ে গেছে।
দেশে কণে পেতে সমস্যা হওয়ায় অনেক সৌদি বিদেশী বউ আনছে। এতে করে সৌদি তরুণীদের অবিবাহিত থাকার সংখ্যা বাড়ছে।
বরের পরিবারে গিয়ে মানানো যাবে না মনে করে অনেক তরুণী বিয়ের ব্যাপারে অনাগ্রহী থাকে। সমীক্ষায় দেখা যায়, অনেক তরুণী বাপের বাড়িতে নিজের মতো করে বেশ স্বচ্ছল ও স্বাচ্ছন্দ্যে বাস করতে পারেন। এ সময় তার কোনো দায়দায়িত্বও থাকে না। স্বামীর সংসারে এমনভাবে থাকা যাবে না বলেই তাদের বেশির ভাগের মত। এ কারণেও অনেকে বিয়েটা এড়িয়ে যেতে চান।
চাঁদপুর টাইমস/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur